28.3 C
Dhaka
সোমবার, এপ্রিল ২১, ২০২৫

আওয়ামী লীগ নিষিদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম জুলাই আন্দোলনে আহতদের

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে জুলাই আন্দোলনে আহতদের সংগঠন ‘ওয়ারিয়র্স অব জুলাই’। শনিবার (২২ মার্চ) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে এ ঘোষণা দেন তারা।

জুলাই আন্দোলনের সময়কার স্লোগান নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে আসেন সে সময়ের আহত অভ্যুত্থানকারীরা। অবস্থান নিয়ে দ্রুত আওয়ামী লীগের বিচার না হলে সারা দেশ থেকে ঢাকা অবরোধের ডাক দেন তারা। তাদের দাবি, সে সময় ক্ষমতায় টিকে থাকতে গণহত্যা চালানোর দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এ সময় সেনাবাহিনী ও অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করেন তারা।

আহতরা বলেন, বেঁচে থেকেও অর্ধমৃতের মতো জীবন যাপন করছি। দেশের প্রয়োজনে বাকি জীবনটুকু উৎসর্গ করতে প্রস্তুত। গণহত্যার অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলেও জানান।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনারে অবস্থান নেন জুলাই যোদ্ধারা।

পড়ুন : আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ৩০০ প্রবাসীর চিঠি: প্রধান উপদেষ্টার কাছে

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন