১৫/০৭/২০২৫, ১০:৫২ পূর্বাহ্ণ
30.3 C
Dhaka
১৫/০৭/২০২৫, ১০:৫২ পূর্বাহ্ণ

আওয়ামী লীগ নিষিদ্ধ রাজনৈতিকভাবে সঠিক সিদ্ধান্ত হয়নি : মীর শাহে আলম

বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম বলেছেন, “আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি আন্দোলন করেছে ভোটের অধিকার রক্ষার জন্য, শেখ হাসিনার বিরুদ্ধে সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলন করেছি। কিন্তু এজন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে বিএনপি নয়। বরং যারা অন্যায় করেছে, তাদের বিচার চাই।”

শনিবার (২১ জুন) সন্ধ্যায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলার সার্বজনীন দুর্গা ও কালী মাতার মন্দির উন্নয়ন কল্পে আয়োজিত লীলাকীর্তন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মীর শাহে আলম বলেন, “জামায়াতে ইসলামী এবং একটি নতুন রাজনৈতিক দল মাত্র তিনদিনের নাটকীয় আন্দোলন করে বাংলাদেশের সবচেয়ে পুরোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছে। এটা রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য নয়। আমি একজন বিএনপি কর্মী হিসেবে মনে করি, এটি সঠিক সিদ্ধান্ত হয়নি।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের ইতিহাস লিখতে গেলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দুই নেতার নাম এড়িয়ে যাওয়া যাবে না। নতুন করে বাংলাদেশ গড়ার কথা বলে যারা আজ দুর্নীতিতে জড়িয়ে পড়েছে, কোটি কোটি টাকার পাহাড় গড়ছে, ভোটের অধিকার হরণ করছে তাদের প্রতি আমার আহ্বান, সাবধান হন। এসব করে দেশের জনগণকে ধোঁকা দেওয়া যাবে না।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় ব্যবসায়ী রামা শংকর প্রসাদ। সভায় আরও বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, ছাত্র বিষয়ক সম্পাদক মীর সীমান্ত, পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, কৃষক দলের নেতা আবদুস ছালাম, যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান প্রমুখ।

পড়ুন : বগুড়ায় তারুণ্যের সমাবেশ ঘিরে জয়পুরহাটে  যুবদলের প্রস্তুতি সভা

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন