২০/০৬/২০২৫, ১১:১৫ পূর্বাহ্ণ
31.3 C
Dhaka
২০/০৬/২০২৫, ১১:১৫ পূর্বাহ্ণ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাবিতে বিক্ষোভ মিছিল

অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

শুক্রবার ( ৯ মে) রাত ১০ টায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করেন। বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় শিক্ষার্থীদের- আওয়ামী লীগ নিষিদ্ধ কর, করতে হবে-করতে হবে; জুলাই হত্যার বিচার কর, করতে হবে-করতে হবে; আওয়ামী লীগের বিরুদ্ধে-ডাইরেক্ট অ্যাকশন; আওয়ামী লীগের গদিতে, আগুন জ্বালো একসাথে; রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়; আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয় নি যুদ্ধ; দালালি না রাজপথ, রাজপথ-রাজপথ প্রভৃতি স্লোগান দিতে দেখা যায়৷

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী শাহাদাত হোসেনের সঞ্চালনায় সরকার ও রাজনীতি বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান বলেন, “যে আওয়ামী লীগ গত ১৬ বছর ধরে ফ্যাসিবাদী রাজনীতি করেছে, ২০১৩ সালে শাপলায় গণহত্যা চালিয়েছে, এ দেশে বারবার গুম, খুন ও রাহাজানি চালিয়েছে, মানুষের ভোটাধিকার হরণ করেছে—সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।
জাপান, জার্মানি ও ইতালিতে যেভাবে ফ্যাসিস্ট দলগুলোকে নিষিদ্ধ করা হয়েছিল, সেভাবে ২০২৪ সালের গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।”

নৃবিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী নাজমুল ইসলাম লিমন বলেন, “আমরা বিগত ১৬ বছরের অধিক সময় ধরে আওয়ামী লীগের দুঃশাসন দেখেছি—যারা কীভাবে মানুষের গণতন্ত্র কেড়ে নিয়েছে, ভোটাধিকার হরণ করেছে। গুম ও নির্যাতনের মাধ্যমে শেখ হাসিনা তার পিতার মতোই এক স্বৈরাচারের মূর্ত প্রতীক হয়ে উঠেছেন। গত জুলাই-আগস্টে ছাত্রজনতার ওপর আওয়ামী লীগের হামলায় দেড় হাজার মানুষ শহিদ হয়েছেন এবং তেত্রিশ হাজার মানুষ আহত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। অন্তর্বর্তীকালীন সরকার যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের বিন্দুমাত্র চেষ্টা করেন, তাহলে আমরা ৫ আগস্টের মতো ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি দিতে বাধ্য হবো।

মার্কেটিং বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, অন্তর্বর্তীকালীন সরকার জুলাইয়ের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় বসেছে, তাদের প্রধান কাজ ছিল গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা; কিন্তু এ বিষয়ে তাদের কোনো পদক্ষেপ আমরা দেখছি না। আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে কি না—সেই সিদ্ধান্ত গত ৫ আগস্ট বাংলাদেশের জনগণ নিয়ে নিয়েছে। এরপরও যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না করা হয়, তাহলে বাংলাদেশের জনগণ পুনরায় একতাবদ্ধ হবে।”

তিনি আরও বলেন, “বিভিন্ন মহল থেকে ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ হিসেবে ফেরানোর চেষ্টা করা হচ্ছে। পার্শ্ববর্তী রাষ্ট্র থেকেও এমন প্রচেষ্টা চলছে। বাংলাদেশে কারা রাজনীতি করবে, সেটা বাংলাদেশের জনগণ ঠিক করবে; পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রেসক্রিপশনে বাংলাদেশে আর কোনো রাজনীতি চলবে না। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং তাদের বিচারিক প্রক্রিয়ার আওতায় আনতে হবে।

পড়ুন: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিমানবন্দর মহাসড়ক অবরোধ

দেখুন: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন