আমার বাংলাদেশ পার্টি ( এবি পার্টি) পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২ টায় পৌর শহরের কাজী পাড়া থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন পার্টির কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আবদুল ওহাব মিনার (অব.)। আরও উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গাজী নাসির। বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী জিএম রাব্বি। ঢাকা মহানগর দক্ষিণের যুব পার্টির সদস্য সচিব মাসুদুর রহমান। দুমকী উপজেলার সদস্য সচিব মো. মুশফিকুর রহমান মুনির।
মিছিল শেষে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে সমাবেশে বক্তব্যে, মেজর মিনার ১৬ বছরের আওয়ামী দুঃশাসনের বর্ননা দিয়ে বলেন তিনটা নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি, বাক স্বাধীনতা হরন করেছে, হাজার কোটি টাকা লোপাট করে ব্যাংক খালি করেছে। সর্বশেষ বিগত ২৪ সালের জুলাই আগস্ট মাসে ১৪০০ ছাত্র জনতাকে খুন করেছে , ৩০ হাজার মানুষ পঙ্গুত্ববরণ করেছে। রেহাই পাইনি ছোট ছোট শিশুরাও। মানবতা বিরোধী এই কর্মকান্ডের জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার চাই।
এই ফ্যাসিস্ট দলকে নিষিদ্ধ ঘোষণার দাবি উত্থাপিত হচ্ছে সারা বাংলাদেশের খেটে খাওয়া মেহনতি মানুষের মধ্যে থেকে।
তিনি আরো বলেন নতুন কোন স্বৈরাচার যদি মাথা চাড়া দিয়ে উঠতে চায় তাকেও এদেশের সাধারণ মানুষ দৃষ্টান্তমূলক শাস্তি দেবে।
পড়ুন: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাবিতে বিক্ষোভ মিছিল
দেখুন: দ্রুতই আসতে পারে আওয়ামী লীগ নিষি’দ্ধের ঘোষণা! |
ইম/