আওয়ামীলীগ ভারতের ফরমায়েশি সরকার হিসেবে দেশ পরিচালনা করতে গিয়ে দীর্ঘ ১৭ বছর জনগনের অধিকার হরন করে গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন ভোলার চরফ্যাশনে বিএনপির সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম।
নাজিম উদ্দিন আলম বলেন, ‘দিনের ভোট রাতে করে ১৭ বছর ক্ষমতায় থেকে বিএনপি নেতাকর্মীদেরকে মিথ্যা মামলা, হামলা দিয়ে জেল জুলুম করে নির্যাতন করেছে। আওয়ামী সরকার একটি জালিম সরকার। তারা ভারতের ফরমায়েশ কায়েম করেছে। এ দেশকে জঙ্গিবাদ বানিয়েছে।’
এই সাবেক সংসদ সদস্য বলেন, ‘দেশের মানুষকে জিম্মি করে দ্রব্যমূল্য বাড়িয়ে দেশের বিনিয়োগ বাধাগ্রস্থ করেছে। আজ ছাত্র-জনতার আন্দোলনে দেশ স্বৈরাচার মুক্ত স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছে।’
নাজিম উদ্দিন বলেন, ‘গণঅভ্যুত্থানের পর এদেশে আন্দোলনে অর্ন্তর্বতীকালীন সরকার হয়েছেন প্রফেসর ডক্টর ইউনুস স্যার। তিনি রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে সকল দলকে সঙ্গে নিয়ে একটি অবাধ,নিরপেক্ষ নির্বাচন উপহার দিবেন এটাই আমরা কামনা করছি। দ্রুততম সময়ে নির্বাচন হলে দেশে উন্নয়ন বৃদ্ধি পাবে। দেশি বিদেশীদের বিনিয়োগ বাড়বে। নির্বাচন হলে দেশে স্বৈরাচারমুক্ত উন্নয়নে এগিয়ে যাবে।’
তিনি বলেন, ‘আমি দীর্ঘ বছর রাজনীতি করি। তিন তিনবার এমপি হয়ে চরফ্যাশন মনপুরায় রাস্তাঘাট ব্রীজ মসজিদ মাদ্রাসা ও স্কুল কলেজ প্রতিষ্ঠার পাশাপাশি হাসপাতালসহ অসংখ্য উন্নয়ন মূলক কাজ করেছি। আমার আগে তো কেউ এই জনপদে এসব উন্নয়ন কাজ করেনি। আজ অনেকেই বড় বড় কথা বলে।’
তিনি আরও বলেন, ‘দেশ যখন ষড়যন্ত্রমুক্ত স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছে,ঠিক তখনি দেশ নিয়ে আবার নতুন ষড়যন্ত্র চলছে। দেশের জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রই কাজে আসবে না।’
এনএ/