রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল রবিবার (১১ মে ২০২৫) পৃথক অভিযানে এসব গ্রেপ্তার অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন—৩২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য এবং সাবেক যুবলীগ সভাপতি মো. আরমান (৫৩), ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৭, ৬৮ ও ৬৯ নম্বর ওয়ার্ডের সাবেক সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাহফুজা আক্তার হিমেল, ২ নম্বর গুলিস্তান ইউনিট যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. মোজাম্মেল (৪৫) এবং আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মেডিকেল কলেজ ইউনিটের সদস্য মো. সুমন (৩৫)।
ডিবি সাইবার ইউনিটের একটি টিম বিকেল সাড়ে ৩টায় চকবাজার থানার চম্পাতলি এলাকা থেকে মো. আরমানকে গ্রেপ্তার করে। একই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় ডিবি উত্তরা বিভাগের একটি দল মোহাম্মদপুর থানাধীন সানরাইজ প্লাজা এলাকায় অভিযান চালিয়ে মাহফুজা আক্তার হিমেলকে আটক করে।

রাত সাড়ে ৮টায় পল্টন থানার ফকিরাপুল এলাকায় অভিযান চালিয়ে ডিবি-লালবাগ বিভাগের জোনাল টিম মো. মোজাম্মেল ও মো. সুমনকে গ্রেপ্তার করে।
ডিবি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা সংঘবদ্ধভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করা, ঝটিকা মিছিল ও জনমনে আতঙ্ক সৃষ্টি করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিবি।
এনএ/