ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পাপন চন্দ্র দাস (২৫) নামে এক এনজিও কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ আগস্ট) রাতের দিকে উপজেলার তন্তর বাজারের একটি ভাড়া বাসা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন।
পাপন চন্দ্র দাস ছিলেন পপি (এনজিও) ফিল্ড অফিসার। তার গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলা থানার কোনাবাড়ি গ্রামে। পুলিশ জানায়, পাপন তন্তর বাজারের একটি ভবনের তৃতীয় তলায় একা অবস্থান করছিলেন। দীর্ঘ সময় কোনো সাড়া-শব্দ না পেয়ে প্রতিবেশীরা থানায় খবর দেন।
খবর পেয়ে ধরখার পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন এবং তা হেফাজতে নেন। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ছমিউদ্দিন জানান, মৃতদেহ থানায় নেওয়া হয়েছে এবং আত্মহত্যার সঠিক কারণ নির্ণয়ে তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পড়ুন : আখাউড়ায় দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

