১৫/০৭/২০২৫, ২:৫২ পূর্বাহ্ণ
26 C
Dhaka
১৫/০৭/২০২৫, ২:৫২ পূর্বাহ্ণ

আখাউড়ায় জগন্নাথের রথযাত্রায় ভক্তদের ঢল

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। বিভিন্ন আয়োজনে এ উৎসবে ভক্তদের ঢল নামে। রোববার (০৭ জুলাই) বিকাল ৪টার দিকে পৌরশহরের রাধানগর শ্রী শ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দির থেকে রথযাত্রা বের হয়। রথের দড়ি টানতে রাস্তার দু’পাশে অবস্থান নেয় সনাতন ধর্মাবলম্বী হাজারো নারী-পুরুষ। আগ্রহের কমতি ছিল না ছোটদের মাঝেও । এদিকে রথযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো।


রথযাত্রা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. তাকজিল খলিফা কাজল, জেলা পরিষদের সদস্য মো. সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাব উদ্দিন বেগ, উপজেলা আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আলী ভূঁইয়া, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক দীপক কুমার ঘোষ প্রমুখ।


রথযাত্রা উপলক্ষে দুপুর দুই টা থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্তরা সমবেত হতে থাকেন। কিছুক্ষণের মধ্যেই মন্দির প্রাঙ্গণ লোকারণ্য হয়ে উঠে। দূর-দূরান্ত থেকে উৎসবে ছুটে আসা ভক্তরা বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে অংশ নেয়। এসময় ঢাক –ঢোল, শঙ্ক ও ভক্তদের উলুধ্বনিতে মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠে। মন্দিরের ভিতরেও হরিনাম সংর্কীতন ও ধর্মীয় গান পরিবেশন করা হয়। পূজা-অর্চনা শেষে বিকাল চার টার দিকে মন্দির প্রাঙ্গণ থেকে রথযাত্রা শুরু হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জগন্নাথ দেবের রথ বিকাল সাড়ে ৫ টায় পৌরশহরের দাসপাড়ায় মাসির বাড়িতে এসে অবস্থান করে। রথযাত্রা উৎসব শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। আগামী ১৬ জুলাই উল্টো রথে জগন্নাথ দেব নিজবাড়িতে ফিরবেন বলে ভক্তরা জানায়।


শ্রী শ্রী রাধামাধব আখড়া মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অলক কুমার চক্রবর্তী বলেন, প্রতি বছরই এই মন্দির থেকে জগন্নাথ দেবের রথযাত্রা দাসপাড়ায় মাসিরবাড়ি গিয়ে অবস্থান করে। তারপর উল্টো রথের মাধ্যমে রাধামাধমে আবার চলে আসে। তিনি আরো বলেন, এবারের রথযাত্রা ছিল ব্যতিক্রম। কারণ এবার রথযাত্রার আয়োজন করে এলাকার যুব সমাজ। অনেক সুন্দর ও বর্নিল একটি উৎসব তারা আমাদের উপহার দিয়েছেন।

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন