27 C
Dhaka
রবিবার, অক্টোবর ৬, ২০২৪
spot_imgspot_img

আখাউড়ায় থানা থেকে মাদক মামলার আসামি পলায়ন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানায় পুলিশের হেফাজত থেকে আরজু মিয়া (২৪) নামে মাদক মামলার এক আসামী পালিয়ে যায়। এদিকে ঘটনার প্রায় ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও পালিয়ে যাওয়া আসামীকে পুলিশ গ্রেপ্তার করতে পারে নি। আরজু মিয়া উপজেলার ধরখার গ্রামের উসমান মিয়ার বাড়িতে ভাড়া বাসায় থাকতো বলে জানা যায । সে জেলার কসবা উপজেলার বিনাউটি গ্রামের মৃত নূরুল হকের ছেলে।


পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়, সোমবার (০২ জুন) সকালের দিকে গোপন সূত্রে খবর পেয়ে কুমিল্লা- সিলেট মহাসড়কের উপজেলার ধরখার এলাকা থেকে চার কেজি গাঁজাসহ আরজু মিয়াকে পুলিশ গ্রেপ্তার করে। পরে গাঁজাসহ তাকে থানায় নিয়ে আসে। থানায় তার নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। বেলা সাড়ে তিন টার দিকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে থানা থেকে সে পালিয়ে যায়।


আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পলাতক আসামিকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আশা করি খুব শীঘ্রই তাকে আমরা গ্রেপ্তার করতে পারব।

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন