ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের সড়কবাজারে এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিপ্রতি ২৫ থেকে ৩০ টাকা বেড়েছে। গত সপ্তাহেও যেখানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছিল ৫৫ থেকে ৬০ টাকায়, সেখানে বর্তমানে তা বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকায়।
সড়কবাজারের ‘ভূঁইয়া জেনারেল স্টোর’-এর মালিক ফোকরান উদ্দিন ভূঁইয়া বলেন, মোকামে দাম বেশি থাকায় খুচরা বাজারেও প্রভাব পড়ছে। পাইকারি বাজার থেকে ৭৫ থেকে ৮০ টাকা দরে কিনতে হচ্ছে। একই বাজারের মদি ব্যবসায়ী স্বপন পাল জানান, গত ১২ দিন ধরে পেঁয়াজের বাজারে অস্থিরতা বিরাজ করছে। ছোট আকারের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকায়, আর বড় আকারের ৮০ টাকায়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান, আমদানি না থাকায় দেশি পেঁয়াজের দাম পাইকারি বাজারে ক্রমাগত বাড়ছে। সামনে দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
সকালে বাজারে আসা ক্রেতা জীবন বলেন, “বাজারে কয়েকদিন ধরেই পেঁয়াজের দামে তারতম্য দেখা যাচ্ছে। প্রয়োজন বেশি থাকলেও আজ আধা কেজি কিনেছি।” উপজেলার আদমপুরের আসারুল ইসলাম জানান, একই বাজারে কোথাও পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০, ৭৫ বা ৮০ টাকায়—এবং প্রতিদিনই দামে পরিবর্তন হচ্ছে।
এদিকে পেঁয়াজের দাম বৃদ্ধি পেলেও রসুনসহ অন্যান্য মসলার দাম স্থিতিশীল রয়েছে।
আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার জি এম রাশেদুল ইসলাম জানান, “নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। অতিরিক্ত দামে কেউ পণ্য বিক্রি করলে জরিমানা করা হবে।”
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

