ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়নের এক দফা দাবিতে মানবন্ধন হয়েছে।শুক্রবার (৪ অক্টোবর) সকালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবাযন পরিষদের আয়োজন আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক সড়কে উপজেলা পরিষদের সামনে দাঁড়িয়ে শিক্ষকরা মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দশম গ্রেড সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যৌক্তিক দাবি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগে যোগ্যতার প্রয়োজন স্নাতক সমমান, অথচ বেতন গ্রেড ১৩ তম। অন্যদিকে সমযোগ্যতায় মাধ্যমিকের সহকারী শিক্ষক, পুলিশের উপপরিদর্শক দশম গ্রেডে বেতন পাচ্ছেন। এমনকি এইচএসসি সমমান ডিপ্লোমা পাসে নিয়োগপ্রাপ্ত নার্সদের বেতনও হয় দশম গ্রেডে। তাহলে স্নাতক সম্পন্ন করে নিয়োগ পাওয়া প্রাথমিকের সহকারী শিক্ষকরা কেন দশম গ্রেড পাবেন না? শিক্ষকরা দ্রুত তাঁদের জন্য দশম গ্রেডে বেতন স্কেল নির্ধারণ ও বাস্তবায়নের দাবি জানান।
মানববন্ধন থেকে ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের সমন্বয়ক মো. আবু জাফর, সহকারী শিক্ষক মো. ইকবাল হোসেন, মো. শাহজালাল, মো. সেকের মিয়া, জান্নাতুল ফেরদৌস, বিল্লাল আহমেদ, মাহাবুবুল আলম , মো. সামসুল আলম, মো. রফিকুল ইসলাম, নজরুল হক চৌধুরী, মো. সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।