নানা আয়োজনে বাংলা নববর্ষকে বরণ করল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলাবাসী।
সোমবার (১৪) সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পৌরশহরের সড়কবাজার হয়ে লালবাজার এলাকা প্রদক্ষিণ করে।
আনন্দ শোভাযাত্রায় উপজেলা নির্বাহী অফিসার জি এম রাসেদুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি), মো. ফয়সল, থানার পুলিশ পরিদর্শক মো. ছমিউদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন আব্দু, সহ-সভাপতি বাহার মিয়া,মুক্তিযোদ্ধা বাহার মালদার সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মাঠে জাতীয় সংগীতের মাধ্যমে মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশন করে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পড়ুন : আখাউড়ায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে ৫ অপহরণকারীকে গ্রেপ্তার