১৬/১১/২০২৫, ১২:৪৩ অপরাহ্ণ
28 C
Dhaka
১৬/১১/২০২৫, ১২:৪৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

আখাউড়ায় রেলওয়ে স্টেশন থেকে মামা হত্যার আসামি ভাগ্নে গ্রেপ্তার

গাজীপুরের চাঞ্চল্যকর আনিসুর রহমান হত্যার ঘটনায় প্রধান আসামি ভাগ্নে সৌরভ হাসান রুদ্রকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে তাকে আটক করা হয়।

আখাউড়া রেলওয়ে থানার ওসি এস এম শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সৌরভকে ধরা হয়। সে ঢাকা মেইল ট্রেনে চেপে পালানোর চেষ্টা করছিল। পরে তাকে গাজীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানায়, মাদক কেনার টাকা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে মামা আনিসুর রহমানকে হত্যা করে সৌরভ।

এর আগে বুধবার (১০ সেপ্টেম্বর) গাজীপুরের ভবানীপুর উত্তরপাড়া মোড়ে এ হত্যাকাণ্ড ঘটে। সেদিন সৌরভের ভাবি রান্নার কাজে ব্যবহৃত বঁটি দিয়ে তরকারি কাটছিলেন। হঠাৎ সৌরভ বঁটি কেড়ে নিয়ে ঘরে শুয়ে থাকা মামা আনিসুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।

স্থানীয়রা আনিসুর রহমানকে উদ্ধার করে প্রথমে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের পরিবার পরদিন বৃহস্পতিবার গাজীপুর থানায় হত্যা মামলা দায়ের করে।

বিজ্ঞাপন

পড়ুন : আখাউড়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবী যুবকের ৬ মাসের কারাদণ্ড

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন