31 C
Dhaka
রবিবার, অক্টোবর ৬, ২০২৪
spot_imgspot_img

আখাউড়ায় শিক্ষকের বিচারের দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিচার ও শান্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসি। রোববার (১৪ জুলাই) দুপুরে উপজেলার মোগড়া ইউনিয়নের ছয়গড়িয়া শাহ আলম উচ্চ বিদ্যালয়ে এলাকার লোকজন সমবেত হয়ে মানববন্ধন রচনা করে ।

মানববন্ধন থেকে বিদ্যালয়ের সাবেক সভাপতি ও শিক্ষানুরাগী মোবারক হোসেনকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার অভিযোগ এনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছাঃ সেলিনা বেগমের বিচারের মাধ্যমে শাস্তি ও স্থায়ীভাবে বরখাস্তের দাবি উঠে।

এসময় বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবুল বাশার, মোছাঃ জোসনা আক্তার, নিহত মোবারক হোসেনের ছেলে আবু সুফিয়ান, মেয়ে রেখা আক্তার ও নাতি রিয়াদ খাদেম প্রমুখ।

গত ১০ জুলাই (বুধবার) সকালে ষ্ট্রোক করে মোবারক হোসেন মারা যায়। মোবারক হোসেনের ছেলে আবু সুফিয়ান সাংবাদিকদের বলেন, আমার বাবা বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য মূল্যবান ভূমি দান করেছেন। তিনি তিনবার বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ছিলেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিনা বেগম নিজের পদ ও আধিপত্য বজায় রাখতে আমার বাবার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন। এমনকি মামলা করার জন্য কমিটির অনুমোদন পর্যন্ত তিনি নেননি। প্রধান শিক্ষক পদে নিয়োগ দেওয়া ও বিদ্যালয়ের আয়-ব্যায়ের হিসাব চাইলে সেলিনা বেগম বাবার সাথে খারাপ আচরণ করেন। মিথ্যা মামলা ও তার মানসিক চাপে আমার বাবার মৃত্যু হয়েছে। আমরা তার বিচার ও স্থায়ী বরখাস্ত চাই।

মোবারক হোসেনের মেয়ে রেখা বেগম বলেন, বুধবার আমার বাবা স্কুলে গেলে সেলিনা বেগম বাবার সাথে খুব খারাপ আচরণ করে।তখন আমার বাবা ষ্ট্রোক করে মারা যান। আমরা বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি ও তার স্থায়ী বরখাস্ত চাই।

উল্লেখ্য বিদ্যালয় পরিচালনা কমিটি গত ৫ জুলাই প্রধান শিক্ষকসহ শূন্য পদে নিয়োগ নিয়ে গড়িমশি ও বিদ্যালয়ের আয়-ব্যায় হিসাব না দেওয়াসহ বিভিন্ন অভিযোগে সেলিনা বেগমকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি ও সহকারি প্রধান শিক্ষকের পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করে।

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন