ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার গ্রিল ভেঙে পালিয়ে যাওয়া আসামি আরজু মিয়া কে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (০৩ জুলাই) ভোরে জেলার কসবা উপজেলার বিনাউটি গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। আরজু জেলার কসবা উপজেলার বিনাউটি গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে। গত ১ জুলাই (সোমবার) দুপুরে থানা থেকে সে পালিয়ে যায়।
আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ০১ জুলাই সকালে ধরখার ফাঁড়ি থানা ইনচার্জে উপ-পরিদর্শক (এস আই) মোবারক হোসেন চার কেজি গাঁজাসহ আরজু মিয়াকে হাতেনাতে আটক করেন। পরে তাকে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানার একটি কক্ষে রাখা হয়ে ছিল। দুপুর দুই টার দিকে সে ওই কক্ষের জানালার গ্রিল ভেঙ্গে পালিয়ে যায়।
এদিকে এ ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। পরদিন দায়িত্ব অবহেলার জন্য থানার উপ-পরিদর্শক (এসআই) নিজাম উদ্দিন ও কনস্টেবল জোস্না বেগমকে সাময়িক বরখাস্ত করা হয়।