০৮/০৭/২০২৫, ২১:০০ অপরাহ্ণ
26.1 C
Dhaka
০৮/০৭/২০২৫, ২১:০০ অপরাহ্ণ

আগামী জাতীয় নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচন : রাশেদ খান

আগামী জাতীয় নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ গন অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

আজ শনিবার (১৪ জুন) বিকেলে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময়ে গণসংযোগ কালে তিনি এসব কথা বলেন। এ সময় রাশেদ খানের নেতৃত্বে কয়েকশ মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা ঝিনাইদহ শহরের আরাপপুর মোড় হয়ে শহর প্রদক্ষিণ করে সদর উপজেলার মধুহাটি, সাধুহাটি ইউনিয়ন মোড়ে যেয়ে শেষ হয় ।

বক্তব্যে তিনি আরো বলেন, নির্বাচনে কোন চাঁদাবাজ, দখলদার, যারা মাফিয়াতন্ত্র কায়েম করেছিল, ফ্যাসিবাদের সাথে জড়িত ছিল এমন কাউকে ভোট না দিয়ে ক্লিন ইমেজধারীদের ভোট দেওয়ার আহবান জানান । একই সাথে তিনি আরও বলেন, আমাদের দল তিনশ আসনেই নির্বাচন করার লক্ষে প্রস্তুতি নিচ্ছে।

সে সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা গন অধিকার পরিষদের সভাপতি প্রভাষক শাখাওয়াত হোসেন, জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. মিশন আলী, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রুহান আহমেদ রায়হান সহ সংশ্লিষ্টরা নেতা কর্মীরা।

পড়ুন : এপ্রিলে নির্বাচন ঘোষণার মাঝে ১/১১ ষড়যন্ত্র থাকতে পারে: ঝিনাইদহে রাশেদ খান

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন