আগামী ডিসেম্বরেই নির্বাচন দিতে হবে, দেরী হলে জনগণ মেনে নিবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
আজ শুক্রবার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের মকবুল কমিউনিটি সেন্টারে জেলা গণ অধিকার পরিষদের আয়োজনে এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
রাশেদ খান আরও বলেন, আমরা এই বাংলাদেশে আর কোনো ফখরুদ্দিন, মঈনউদ্দীন ওয়ান ইলেভেন ফিরে আসতে দেবো না। একই সাথে তিনি সব রাজনৈতিক দলের প্রতি আহবান জানিয়ে বলেন, আসুন আমরা এমন একটি সরকার গঠন করি যা হবে সর্বদলীয় সরকার।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা গণ অধিকার পরিষদের সভাপতি এম সাখাওয়াত হোসেন, জেলা জামায়াতের আমীর অধ্যাপক আলী আযম মো. আবু বক্কর, জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ইব্রাহীম রহমান বাবুসহ অন্যরা।
পড়ুন : ঝিনাইদহে খ্রিষ্টান মিশরীয় চার্চে বিস্তর দুর্নীতির অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ