39.8 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫

আগামী নির্বাচন বিএনপির জন্য সবচেয়ে কঠিন পরীক্ষা : মোয়াজ্জেম হোসেন আলাল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলির সদস্য এ্যাড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আগামী নির্বাচন বিএনপির জন্য সবচেয়ে কঠিন নির্বাচন। যত সহজে মনে করছেন নির্বাচন দিলেই  হয়ে গেল এত সহজ না, অনেকগুলো স্তর বিভিন্ন দিক থেকে শক্তি এবং অপশক্তি মিলে বিএনপিকে ঠেকানোর জন্য চেষ্টা করছে। এ জন্য নিজেদের মধ্যে ভাতৃত্ববোদ, নিজেদের মধ্যে বন্ধুত্ব, নিজেদের মধ্যে সৌহার্দ্য দৃঢ় না করেন তাহলে ফাক দিয়ে প্রতিষ্ঠত সরকার ফ্যাসিষ্ট সরকারের অনুপর্যায়ে ঢুকে যেতে পারে।

মঙ্গলবার বিকালে পটুয়াখালী জেলা শহীদ আলাউদ্দিন শিশু পার্কে নিত্য প্রয়োজনীয় পন্যের মূল্যবৃদ্ধি, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণ, নিবাচনী রোডম্যাপ ঘোষনা, রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তর অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন দাবীতে পটুয়াখালীতে জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


নতুন দল গঠনকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা জুলাই আগস্টের আন্দোলনে আমাদের সাথে ছিলেন, আপনাদের সাধুবাদ জানাই।  আপনারা সভা সমাবেশ করেন, জনগনের সামনে আসেন, জনগনের বিবেচনার জন্য অপেক্ষা করেন। কিন্তু যদি মনে করেন বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দিবেন, তাহলে ভুল। বিএনপি তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার দল না। বিএনপি তাদের কর্মের দ্বারা এ দেশের মানুষের হৃদয়ে গাছের শিকড়ের মতো স্থান করে নিয়েছে।

পটুয়াখালী জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টির সঞ্চালনায়  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বিএম মোশাররফ হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত আকন কুদ্দুসুর রহমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত মাহবুবুল হক চুন্নু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন ও সদস্য ইঞ্জিনিয়ার এ কে এম ফারুক আহমেদ তালুকদার উপস্থিত ছিলেন।

পড়ুন : স্থানীয় নির্বাচন দেওয়ার ক্ষমতা অন্তর্বর্তী সরকারের নেই : আমীর খসরু

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন