নিজস্ব প্রতিবেদক:
অস্তিত্ব হারিয়ে গেছে রাজধানীর বেশিরভাগ খালের। অবৈধ স্থাপনা আর ময়লার স্তুপ দেখে বোঝার উপায় নেই একসময় খাল ছিলো। এদিকে দেশের প্রতিটি খাল সংরক্ষণে কমিটি গঠন করার কথা বলেছেন পানি সম্পদ উপদেষ্টা।
ক্ষমতাসীনদের খাল দখল করে ভবন নির্মাণ আর সিটি কর্পোরেশনের ব্যর্থ অভিযান। বছরের পর বছর এভাবেই চলছে। তবে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতায় হাঁটু পানিতে ঘরবন্দী আর ময়লার দুর্গন্ধে নাকাল রাজধানীবাসি।
২০০৮ সালের এক জরিপ বলছে, এক সময় রাজধানীতে খাল ছিল ৪৪ টি। যার মধ্যে পানি চলাচল নেই ৩৫ টিতে। বর্তমানে তালিকায় আছে ২৬ টি খাল তাও আবার ১৩ টি খালের প্রস্থ ১০ ফুটের বেশি নয়। বেশিরভাগ খাল অবৈধভাবে দখল করে স্থায়ী স্থাপনা করেছে সাবেক ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও স্থানীয়রা।
যুব দিবস উপলক্ষে ৬৪ জেলায় একটি করে খাল পরিষ্কারের কর্মসূচি নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সকালে রাজধানীর খিলগাঁওয়ে কর্মসূচির উদ্বোধন করেন যুব উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, ‘খাল দখল করে নষ্ট করার অধিকার কারো নেই’ ।
সৌন্দর্যবর্ধনে খালের দুই পাশে গাছ লাগানোর উদ্যোগ নেয়া হয়েছে। আগামী ১৫ দিন চলবে এই অভিযান।
টিএ/