26 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪
spot_imgspot_img

আগামী সপ্তাহেই ঢাকায় আসছে জাতিসংঘের তদন্ত দল: স্বরাষ্ট্র উপদেষ্টা

কোটা আন্দোলনের সময় ঘটে যাওয়া ঘটনাগুলো তদন্ত করতে আগামী সপ্তাহেই জাতিসংঘের তদন্ত দল ঢাকায় আসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার (১৯ আগস্ট) সচিবালয়ে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা জাতিসংঘের তদন্ত দলকে সহযোগিতা করব। এ ছাড়া জাতিসংঘের কাছে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বিষয়ে আরও সহায়তা চাওয়া হবে।

তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা করা প্রথম অগ্রাধিকার হবে। এছাড়া কৃষিতে উৎপাদন বাড়ানোর টার্গেট রয়েছে।

এর আগে, এদিন সকালে রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা ও পুলিশ মহাপরিদর্শক।

পুলিশ সদর দপ্তর থেকে এক বার্তায় বলা হয়, শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে যান। তিনি আহত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন।

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন