০৮/০৭/২০২৫, ২০:৩৮ অপরাহ্ণ
26.1 C
Dhaka
০৮/০৭/২০২৫, ২০:৩৮ অপরাহ্ণ

আগামী সোমবার থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা

আগামী সোমবার (১৬ জুন) সকাল থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

আজ শনিবার (১৪ জুন) আবহাওয়াবিদ মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় অধিদফতরটি।

‘ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা’ শিরোনামে বিজ্ঞপ্তিটিতে উল্লেখ করা হয়, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয়তার কারণে ১৬ জুন সকাল ১০টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও রাজশাহী বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মি.মি./২৪ ঘণ্টা) অথবা অতি ভারী (৮৯+ মি.মি./২৪ ঘণ্টা) বৃষ্টিপাত হতে পারে।

এ সময়, অতি ভারী বৃষ্টির কারণে রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়। সেইসাথে অতি ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

পড়ুন : গরম কমার পূর্বাভাস আবহাওয়া অফিসের

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন