মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ২৮ জানুয়ারির মধ্যে প্রকাশ করা হবে।
সোমবার মন্ত্রিপরিষদের বৈঠক শেষে এ কথা জানান তিনি। দুপুরে মন্ত্রিসভার বৈঠকে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আইনের সংশোধনীর অনুমোদন দেয়া হয়েছে।
পরে মন্ত্রিপরিষদ সচিব বলেন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের আইন সংশোধনীতে অনুমোদন দেয় মন্ত্রিসভা। এই নিয়ে কোন অধ্যাদেশ জারি হবে না। আগামী ১৮ জানুয়ারি সংসদের শীতকালীন অধিবেশন শুরু হলে সেখানে উপস্থাপন এবং পাশের পর ফল প্রকাশ করা হবে।
তিনি আরও জানান, ‘পার্লামেন্টে এটা প্রথম দিন উত্থাপন করা হবে। তারপর দুই তিন দিনের মধ্যে আইন করে যাতে ২৮ তারিখের মধ্যে রেজাল্ট দিয়ে দেওয়া যায়।’
দেশে ১৭টি শিক্ষা বোর্ডের ২০২০ সালে প্রায় ১৪ লাখ শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল। এর আগে জানানো হয়েছিল, জেএসসি এবং এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের এইচএসসি ও সমমানের ফলাফল নির্ধারণ করা হবে।
ফই//
Leave a Reply