১৫/১১/২০২৫, ২১:৫১ অপরাহ্ণ
23 C
Dhaka
১৫/১১/২০২৫, ২১:৫১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে এক লাখ ৮০ হাজার আনসার সদস্যকে প্রশিক্ষণ দেয়া হয়েছে: আনসার ও ভিডিপি মহাপরিচালক

বর্তমান প্রেক্ষাপটের নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবিলায় সারাদেশের ভোটকেন্দ্রগুলোতে সাড়ে ৬ লক্ষ আনসার সদস্য মোতায়েন থাকবে। এ উপলক্ষে নতুন করে ১ লক্ষ ৮০ হাজার আনসার সদস্যকে প্রশিক্ষণ দিয়ে তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

বিজ্ঞাপন

তিনি আজ দুপুরে গাজীপুরের আনসার একাডেমীতে আয়োজিত সাধারণ আনসার সতেজকরণ প্রশিক্ষণ- ২০২৫ ৫ম ধাপ -এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন। এসময় অনুষ্ঠানে অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, উপ মহাপরিচালক (প্রশিক্ষণ) মোঃ রফিকুল ইসলাম, একাডেমী কমান্ড্যান্ট মোহাম্মদ নুরুল আবছার ছাড়াও প্রশিক্ষণার্থী এবং আনসার ও ভিডিপির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মহাপরিচালক তাঁর বক্তব্যে আরও বলেন, নির্বাচনে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রতিটি ভোটকেন্দ্রে আনসার সদস্যদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ থাকবে। নাশকতার চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সততা ও সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে আনসার সদস্যদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, আনসার বাহিনীকে শক্তিশালী করতে সকল সদস্যের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। প্রশিক্ষণে যারা টিকে থাকবে তারাই আনসার বাহিনীতে সেবা দেয়ার উপযোগী বলে বিবেচিত হবে।

পড়ুন: কালীগঞ্জে নার্সিং শিক্ষার্থী শামিমা মৃত্যুর ঘটনা তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন

দেখুন: নির্বাচন: বিভিন্ন জেলায় হামলা-ভাঙচুর, টাঙ্গাইলে গুলিবিদ্ধ ৩

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন