ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি, বাউফল উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ও পটুয়াখালী- আসনের সংসদ সদস্য প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা, বিচারব্যবস্থা ও সংস্কার কার্যক্রম দ্রুত সম্পন্ন করা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর তৎপরতা বৃদ্ধি করতে হবে সরকারকে। এসব উদ্যোগ গ্রহণ করলে নির্বাচন একটি জাতীয় উৎসবের রূপ নেবে এবং জনগণের আস্থা ফিরিয়ে আনা সম্ভব হবে।
তিনি আরও বলেন, জোরের রাজনীতির দিন শেষ হয়ে গেছে। এখন আর শক্তি দিয়ে মানুষের ভোট, ভালোবাসা বা আস্থা আদায় করা সম্ভব নয়। জনগণ ও নতুন প্রজন্ম জোরপূর্বক রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে এবং বিনয় ও সহমর্মিতাকে গ্রহণ করেছে। ফেরাউন, নমরুদ কিংবা আবু জাহেলের মতো শক্তির প্রতীকরা ইতিহাসে টিকে থাকতে পারেনি, একইভাবে বর্তমান যুগেও শক্তির ভিত্তিতে টিকে থাকা সম্ভব নয়। সুস্থ রাজনীতি, অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থাই একটি জাতিকে এগিয়ে নিতে পারে।
আর কোন ফ্যাসিষ্টের এ দেশে জায়গা হবে না।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে বাউফল উপজেলার কাগজিরপুল এলাকায় ইবনে সিনা প্রাইমারি হেলথকেয়ার আউটডোর সেন্টারের উদ্বোধন ও দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাউফল উপজেলা জামাতে আমীর আলহাজ্ব মাওলানা ইসহাক মিয়ার সভাতিতে বক্তব্য রাখেন ড. শফিকুল ইসলাম এর সহধর্মিণী ইবনে সিনা হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. জাকিয়া ফারহানা, ইবনে সিনা হাতপাতালের প্রশাসক জাকির হোসেন, বাউফল উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি এ্যাড. আবুল কাশেম সহ অন্যান্যরা।
বাউফলে ইবনে সিনা প্রাইমারি হেলথকেয়ার সেন্টার উদ্বোধন পরবর্তী ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকদের চিকিৎসা পরামর্শ ও সেবা গ্রহণ করেন।
পড়ুন: রাজধানীতে জলাবদ্ধতার মূল কারণ জানালো ডিএনসিসি
দেখুন: গাজা খালি করতে চায় নেতানিয়াহু, বাধা সেনাপ্রধানের!
ইম/


