17 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ১৪, ২০২৪

আগাম বিজয় ঘোষণার অপেক্ষায় ট্রাম্প?

নানা নাটকীয় ঘটনাপ্রবাহের পর অবশেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। চলছে গণনা। রেজাল্ট আসার বাকি থাকলেও নিজেকে ‘আগাম বিজয়ী’ ঘোষণা করতে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পরামর্শ দিয়েছেন তার বেশ কয়েকজন ঘনিষ্ট উপদেষ্টা। পেনসিলভানিয়ার মতো প্রতিযোগিতাপূর্ণ অঙ্গরাজ্যে ট্রাম্প ডেমোক্র্যাটিক পার্টি প্রার্থী কমলা হ্যারিসের চেয়ে এগিয়ে থাকার পর এমন পরামর্শ দেন তারা। বুধবার  এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এই খবর জানিয়েছেন।

মার্কিন বার্তা সংস্থার এপির সর্বশেষ বুথ ফেরত ফলাফলে দেখা গেছে, প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের চেয়ে বেশ এগিয়ে রয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ওই প্রতিবেদন লিখা পর্যন্ত কমলা ২১৬টি ও ট্রাম্প ২৩২টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন।

ট্রাম্প ভোটের দিনই নিজেকে ‘আগাম বিজয়ী’ ঘোষণা করতে পারেন, আগে থেকেই এমনটা অনুমান করা হচ্ছিল। কেননা ২০২০ সালের নির্বাচনে এমনটিই করেছিলেন তিনি।

ঘনিষ্ঠ উপদেষ্টারা ট্রাম্পকে জানিয়েছেন, বর্তমান ফলাফলে তার সম্ভাব্য ‘বিজয় বিশ্বাসযোগ্য’। স্থানীয় সময় মঙ্গলবার রাতে ফলাফল সম্পূর্ণরূপে নিশ্চিত না হলেও তাতে ট্রাম্প যে হারবেন, এমন কোনও লক্ষণ নেই। তাই তার আগাম বিজয় ঘোষণা করা উচিত।

উপদেষ্টারা মনে করছেন, আগাম বিজয় ঘোষণা ট্রাম্পের পক্ষে সম্ভাব্য জনমত ও মিডিয়া কভারেজকে প্রভাবিত করতে পারে। বিশেষ করে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঞ্চলগুলোতে, যারা প্রার্থী নির্বাচনে দ্বিধা-দ্বন্দ্বে রয়েছেন তাদের ওপর প্রভাব ফেলতে পারে, যা সে-সব অঞ্চলে ট্রাম্পের বিজয়ের সম্ভাবনা বাড়িয়ে তুলবে।

এদিকে, সাবেক হোয়াইট হাউজের কৌশলবিদ স্টিভেন ব্যাননসহ ট্রাম্পের সবচেয়ে কট্টর মিত্ররাও তাকে এমন কিছু করার বিষয়ে সতর্ক করেছেন। গত সপ্তাহে ট্রাম্পের সঙ্গে কথা বলেছিলেন স্টিভেন। বিষয়টির সঙ্গে পরিচিত সূত্র জানান, তিনি বলেন, যদি এমন হয় যে, ট্রাম্প বিছানায় ঘুমোতে গেছেন আর তখনও তিনি বিজয়ের আরও কাছাকাছি, তবুও তার আগাম বিজয় ঘোষণা করা উচিত নয়। এটি বরং একটা বোকামি হবে।

উপদেষ্টাদের পরামর্শ অনুযায়ী ট্রাম্প সিদ্ধান্ত নিবেন কি না তা পরিষ্কার নয়। তবে বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, সব ভোট গণনা হওয়ার জন্য অপেক্ষা করতে পারেন ট্রাম্প।

২০২০ সালের নির্বাচনে বন্ধু ও মিত্রদের আগাম বিজয়ের কথা বলেছিলেন ট্রাম্প। সে তুলনায় এবার তিনি মুখে অনেকটাই কুলুপ এটে বসেছেন। নির্বাচনের রাতে তিনি ঠিক কী কাণ্ড ঘটানোর পরিকল্পনা করেছেন সে সম্পর্কে খুব কমই কথা বলেছেন। মঙ্গলবার নিজের ব্যালট দেওয়ার সময় তাকে পরিকল্পনার বিষয়ে প্রশ্ন করা হলে তা এড়িয়ে যান ট্রাম্প।

তিনি বলেন, আমি জানি না বিজয় ঘোষণার ক্ষেত্রে কী ঘটতে যাচ্ছে। মনে হচ্ছে, আমাদের খুব উল্লেখযোগ্য সমর্থন আছে। মনে হচ্ছে, ডেমোক্র্যাটদের চেয়ে আমাদের অনেক বেশি ভোট দিয়েছেন রিপাবলিকানরা। সুতরাং, আপনার পক্ষে যদি লিড থাকে এবং একটি বড় ভোটব্যাংকও থাকে, তবে এর অর্থ, আপনি ভাল করছেন।

অবশ্য ভোটের আগে, কমলা হ্যারিসের দল ডেমোক্র্যাট শিবির বলেছিল, ট্রাম্প যদি আগাম বিজয় ঘোষণা করেন তবে এটি ঠেকাতে প্রস্তুত তারা। মার্কিন আইন অনুযায়ী, আগাম বিজয় ঘোষণা একটি গর্হিত কাজ।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন