১৫/১১/২০২৫, ২০:৫৬ অপরাহ্ণ
23 C
Dhaka
১৫/১১/২০২৫, ২০:৫৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

আগারগাঁওয়ের ভাইরাল ‘কেক পট্টি’ বন্ধের নির্দেশ




সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তোলা রাজধানীর আগারগাঁওয়ের ভাইরাল ‘কেক পট্টি’ আপাতত আর থাকছে না। ট্রাফিক বিশৃঙ্খলার কারণে শুক্রবার (৯ অক্টোবর) থেকে নির্বাচন কমিশন ভবনের আশপাশে কোনো কেক বিক্রেতা বা অস্থায়ী দোকান বসতে পারবে না বলে জানিয়েছে পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তোলা রাজধানীর আগারগাঁওয়ের ভাইরাল ‘কেক পট্টি’ আপাতত আর থাকছে না। ট্রাফিক বিশৃঙ্খলার কারণে শুক্রবার (৯ অক্টোবর) থেকে নির্বাচন কমিশন ভবনের আশপাশে কোনো কেক বিক্রেতা বা অস্থায়ী দোকান বসতে পারবে না বলে জানিয়েছে পুলিশ।

তিনি আরও বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমসহ আমাদের কাছে এ বিষয়ে সাধারণ জনগণের অনেক অভিযোগ এসেছে। এর পরিপ্রেক্ষিতে আমরা ব্যবস্থা গ্রহণ করি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে জনগণই আমাদের অভিযোগ জানাচ্ছে, তাদের অসুবিধা হচ্ছে।

আবার তারাই ওখানে বসে গিয়ে খাবার খাচ্ছে, মোটরসাইকেল রেখে পার্কিং বানিয়ে ফেলছে। এসব অবৈধ দোকান পাট যেন রাস্তায় না থাকে, এর জন্য তো জনগণকে আমাদের সহযোগিতা করতে হবে। তারা যদি অভিযোগ করে আবার তারাই গিয়ে যদি এসব দোকানপাটে খাওয়া দাওয়া করে, তাহলে কীভাবে হবে?

অন্যদিকে জানা যায়, আগারগাঁও মেট্রো স্টেশনের পাশে কেক পট্টির শুরুটা ছিল– স্বতস্ফূর্ত‌ভাবে কিছু তরুণ-তরুণী নিজের হাতে বানানো কেক বিক্রি করা থেকে। ধীরে ধীরে ‘কেক পট্টি’ নামেই জায়গাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ইউটিউব ও ফেসবুকে একের পর এক ভিডিও ছড়িয়ে পড়ে, ভিড় জমে শহরের নানা প্রান্ত থেকে আসা কেকপ্রেমীদের।

বিজ্ঞাপন

পড়ুন : আজ ৪৯তম বিসিএস পরীক্ষা, ৬৮৩ পদে লড়ছেন ৩ লাখের বেশি প্রার্থী

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন