23.8 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

সচিবালয়ে আগুন: নাশকতা নাকি দুর্ঘটনা, তদন্ত শুরু

সচিবালয়ের আগুনের ঘটনার কারণ উদঘাটনে অনুসন্ধান শুরু করেছে তদন্ত কমিটি। তদন্ত কমিটির পাশপাশি গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারও অনুসন্ধান করছেন। এ সময় ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান, গুনের ঘটনা নাশকতা নাকি দুর্ঘটনা তা এখনই বলা যাচ্ছে না।

প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়। বুধবার দিবাগত মধ্যরাতে বড় দিনের ছুটি থাকায় আশ-পাশ এলাকা একদম শুনশান। প্রায় ১০ ঘণ্টা ধরে জ্বলতে থাকা আগুনে সচিবালয়ের সাত নম্বর ভবন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়, পুড়ে যায় অসংখ্য নথি।

এরপরই নড়েচড়ে বসে সরকারের উপর মহল । রাষ্ট্রের গুরুত্বর্পণ এই ভবনটিতে কিভাবে আগুন লাগলো তা নিয়ে শুরু হয় ব্যাপক জল্পনা- কল্পনা।

পরে এই ঘটনায় অর্ন্তবতী সরকার দুই দফা কমিটি গঠন করে। সকালে কমিটির সবাই ঘটনাস্থল পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন সিআইডির ফরেনসিক টিমও। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেন তারা।

পরে ফায়ার সার্ভিসের ডিজি সাংবাদিকদের জানায় ,তদন্ত কাজ শুরু হয়েছে। দুর্ঘটনা নাকি নাশকতা তা এখনই বলা যাচ্ছে না বলেও জানায় তিনি।

এদিকে , আগুনের ঘটনা তদন্তে আগামীকাল আবারও তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন ও বিভিন্ন বিষয়ে নিয়ে বৈঠক করার কথা জানায় ফায়ার সার্ভিসের এই মহাপরিচালক।

এনএ/

আরও পড়ুন: সচিবালয়ে আগুন: ‘শর্টসার্কিট নয়, নাশকতা হতে পারে ’

দেখুন: সচিবালয়ে আনসার সদস্যদের বি*ক্ষো*ভ, আশ্বাসে স্থগিত 

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন