26 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪
spot_imgspot_img

আজ ঢাকা মাতাবে পাকিস্তানি ব্যান্ড জাল

দীর্ঘ ১৪ বছর পর আবার কনসার্ট করতে ঢাকা এসেছে জনপ্রিয় পাকিস্তানি ব্যান্ড জাল। আয়োজকদের পক্ষ থেকে জানা গেছে, আজ শুক্রবার রাজধানীর পূর্বাচলে অবস্থিত ঢাকা অ্যারেনায় ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘আদাত’-এর ২০ বছর পূর্তি উপলক্ষে মঞ্চ মাতাবে দলটি।

এছাড়া ‘লিজেন্ডস অব দ্য ডিকেড’ শিরোনামের কনসার্টটিতে তাদের সঙ্গে আরো গান পরিবেশন করবে অর্থহীন ও সুমন।

গত মঙ্গলবার রাতে জাল ব্যান্ডের সদস্যরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

দ্বিতীয়বারের মতো বাংলাদেশে কনসার্ট করতে পেরে নিজেদের আনন্দের কথা জানান ব্যান্ডের সদস্যরা। শুক্রবার কনসার্টে ‘জাল’ ব্যান্ড তাদের প্রথম প্রকাশিত অ্যালবাম ‘আদাত’-এর ২০ বছর পূর্তি উদযাপন করবে। ২০০৪ সালের ২৭ সেপ্টেম্বর প্রকাশ পায় ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘আদাত’। অ্যালবামের উল্লেখযোগ্য গানগুলো হলো—‘লামহে’, ‘আদাত’, ‘পানছি’, ‘বিখরা হু ম্যায়’। এ গানগুলো দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। এর আগে ২০১০ সালে ঢাকায় পারফর্ম করেছিল ‘জাল’। গেট সেট রকের ওয়েবসাইটে শুরু হয়েছে টিকিট বিক্রি।

টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৫০ টাকা। শুক্রবার বিকেল ৫টায় খোলা হবে ভেন্যু। আয়োজন শুরু হবে বিকেল ৪টার দিকে। এর আগে বেলা ৩টায় গেট ওপেন হবে।

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন