আজ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে আদালতে তোলা হবে।
এই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করীম মল্লিক। তিনি বলেছেন, রাত পৌনে ১০টায় ডিবির একটি টিম গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি ডিবি কার্যালয়ে আছেন। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
সাম্প্রতিক সময়ে ছাত্র-জনতার আন্দোলনে হামলা, গুলি ও হত্যায় সম্পৃক্ততার অভিযোগে তার নামে মামলা দায়ের করা হয়েছে। এই জন্যই আজ তার রিমান্ড চাওয়া হবে।
এর আগে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।