পৃথিবীর আকাশে আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) রাত থেকেই দেখা যাবে দ্বিতীয় চাঁদ। যা মূলত একটি গ্রহাণু। এই চাঁদটি আগামী ২৫ নভেম্বর পর্যন্ত আকাশে অবস্থান করবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
নতুন চাঁদ হিসেবে আখ্যা করা এই গ্রহাণুটির নাম রাখা হয়েছে ‘২০২৪ পিটি৫’। এটি অর্জুনা গ্রহাণু বেল্টের গোত্রভুক্ত। গত ৭ আগস্ট গ্রহাণুটি প্রথম শনাক্ত করে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার ‘গ্রহাণু টেরেস্ট্রিয়াল-ইমপ্যাক্ট লাস্ট অ্যালার্ট সিস্টেম’ (অ্যাটলাস)।
দ্বিতীয় এই চাঁদটি এতটাই ক্ষুদ্র যে এটি খালি চোখে পৃথিবী থেকে এটিকে দেখা যাবে না। এই চাঁদটি দেখতে মহাকাশ গবেষণায় যেসব পেশাদার সরঞ্জাম ব্যবহার করা হয়; সেগুলো ব্যবহার করতে হবে।
প্রসঙ্গত, পৃথিবীর আকাশে এর আগেও ক্ষুদ্র চাঁদ দেখা গিয়েছে। আবার এমন কিছু ক্ষুদ্র চাঁদ পৃথিবীর কাছে এসেছিল যেগুলো কেউ শনাক্ত করতে পারেনি। যেমন গ্রহাণু ২০২২ এনএক্স১; যেটি ১৯৮১ ও ২০২২ সালে পৃথিবীর কাছে এসেছিল।