বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে পদ্মার ইলিশ। প্রথম দফায় ৮ থেকে ৯ টন ইলিশ পৌঁছায় পেট্রাপোল হয়ে দু’টি ট্রাকে।আরও কয়েকটি ইলিশ বোঝাই ট্রাক বৃহস্পতিবার পৌঁছানোর কথা।
শুক্রবার থেকেই তা কলকাতা ও শহরতলীর বাজারে পাওয়া যেতে পারে বলে জানিয়েছে কলকাতার আনন্দবাজার পত্রিকা। কূটনৈতিক টানা-হ্যাঁচরার পর শেষমেশ পদ্মার ইলিশ প্রবেশ করল ভারতে।
বেনাপোল থেকে উত্তর ২৪ পরগনার পেট্রাপোল স্থলবন্দর হয়ে দু’টি ট্রাকে বাংলাদেশের ইলিশ ভারতে পৌঁছায়। এখন পর্যন্ত কত টন ইলিশ ভারতে পৌছেছে তা জানা যায়নি।
পেট্রাপোল হয়ে ভারতে প্রবেশ করা এক ট্রাক চালক জানিয়েছেন, যশোর থেকে এই ইলিশ নিয়ে গেছেন তিনি।
১৭২ বাক্স ইলিশ নিয়ে ভারতে প্রবেশ করে ওই ট্রাকটি। চলতি মৌসুমে বৃহস্পতিবারেই প্রথম বাংলাদেশের ইলিশ প্রবেশ করলো ভারতে। বাংলাদেশ থেকে ভারতে ইলিশ আমদানিকারী সংস্থা জানিয়েছে, এই ইলিশ কলকাতা ও শহরতলীর বিভিন্ন বাজারে পাঠানো হবে।
শুক্রবার থেকেই কলকাতা ও এর আশেপাশের বাজারে পদ্মার ইলিশ পাওয়া যাবে। ভারতে রপ্তানিকৃত ইলিশগুলো প্রায় ১ কেজি ওজনের আশেপাশে। কলকাতার খোলা বাজারে এই মাছগুলির দাম পরবে দুই হাজার রুপূপই