আজ শুরু হয়েছে হজের আনুষ্ঠানিকতা। আগামীকাল আরাফাতের ময়দানে উপস্থিত হওয়ার মাধ্যমে পালিত হবে মূল হজ। পরদিন কোরবানির মধ্যদিয়ে ঈদুল আজহা উদ্যাপন হবে সৌদি আরবে।
মিনার উদ্দেশ্যে যাত্রার মধ্যে দিয়েছে শুরু হয়েছে ইসলাম ধর্মের পাঁচ স্তম্ভের অন্যতম হজের আনুষ্ঠানিকতা। শুক্রবার মক্কার হারাম শরিফ অথবা বাসা-হোটেল থেকে হজের নিয়তে হজযাত্রীদের ইহরাম বেঁধে মিনার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা থাকলেও বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই সেই যাত্রা শুরু করেছে। এবার বাংলাদেশ থেকে ৮৫ হাজারের বেশি মানুষ হজে গেছেন। সব মিলিয়ে এবার ২০ লক্ষাধিক মানুষের সমাগম আশা করা হচ্ছে।