মাহে রমজান মাসের শেষ শুক্রবার অর্থাৎ শেষ জুমা আজ। যা ‘জুমাতুল বিদা’ নামে পরিচিত।
মুসলিম বিশ্বের কাছে দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। এটি রমজান মাস বিদায়ের প্রতীক হিসাবে দেখা হয়।

শুক্রবার এমনিতেই মুসলমানদের কাছে অন্য দিনের চেয়ে বেশি মর্যাদাপূর্ণ। রমজান মাসের শুক্রবারগুলো এর গুরুত্ব আরো বাড়িয়ে দেয়। মুসলমানরা বিশ্বাস করেন যে, আগামী বছর রমজানের জুমা পাওয়ার সুযোগ না-ও হতে পারে, তাই রমজানের শেষ জুমা বা জুমাতুল বিদাকে তারা বিশেষ গুরুত্ব দেন।
এই দিনটিতে মসজিদগুলোতে জুমার খুতবায় রমজানের ফজিলত ও ইবাদতের গুরুত্ব নিয়ে আলোচনা হয়, পাশাপাশি বিশেষ দোয়া পরিচালিত হয়।

এবারও ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদগুলোতে জুমার নামাজ আদায় করবেন এবং নামাজ শেষে মহান আল্লাহর কাছে ক্ষমা ও রহমত কামনা করবেন।
এনএ/