কোটা সংস্কার আন্দোলনে আটক সকল শিক্ষার্থী ও সাধারণ নাগরিকদের ছেড়ে দিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে শিক্ষক ও নাগরিক সমাজ। আজ বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেল ৩টায় ডিএমপির গোয়েন্দা কার্যালয়ের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানান বিক্ষুব্ধ নাগরিক সমাজের প্রতিনিধিরা।
এ ছাড়াও আন্দোলনরত শিক্ষার্থীদের ৯ দফা দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে মানববন্ধন করেছে শিল্পী সমাজ ও স্থপতিরা।
পূর্ব ঘোষিত নিপীড়ন বিরোধী কর্মসূচি পালন করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়ো হতে থাকেন শিক্ষকরা।
শাহবাগ এলাকা দিয়ে প্রবেশ করতে গেলে বেশ কয়েকজন শিক্ষককে ক্যাম্পাসে প্রবেশে বাঁধা দেয় পুলিশ। এসময় ক্যাম্পাস থেকে আরো কয়েকজন শিক্ষক এসে পুলিশের বাঁধা উপেক্ষা করে তাদের ভেতরে নিয়ে যায়।
ক্যাম্পাসে শিক্ষকদের সাথে যোগ দেয় বেশ কিছু শিক্ষার্থীও। তারা মিছিল নিয়ে রাজু ভাস্কর্য হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
বেলা আড়াইটার দিকে শিক্ষকরা ও বেশ কয়েকজন বিশিষ্ট নাগরিক ডিবি কার্যালয়ের সামনে মানব বন্ধন করেন। সারাদেশে আটক সকল শিক্ষার্থী ও সাধারণ নাগরিকদের ছেড়ে দিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন ।
এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের ৯ দফা দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে সমাবেশে ও মানব বন্ধন করেছে স্থপতিরা। রাজধানীর আগারগাঁওয়ে এই মানব বন্ধন হয়।
এছাড়াও, রাজধানীর ফার্মগেটে শিল্পী সমাজের ব্যানারে সমাবেশ হয়।