23.8 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

অনুপ্রবেশের দায়ে আটক ৩১ ভারতীয় জেলেকে মুক্তি

বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে নৌবাহিনীর হাতে আটককৃত ভারতীয় ৩১ জেলেকে পটুয়াখালী কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রত্যার্পন চুক্তি অনুযায়ী মামলা প্রত্যাহার করায় আদালতের নির্দেশে পটুয়াখালী জেলা কারাগার থেকে কোষ্টগার্ড দক্ষিণ জোনের কাছে এসব জেলেদের হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন।

তিনি বলেন, দু’দেশের বন্দী বিনিময় চুক্তির আওতায় ভারতীয় হাই কমিশনের প্রতিনিধি এস এস মাথির উপস্থিতিতে পটুয়াখালী জেলা কারাগার থেকে জেলেদের মুক্তি দেয়া হয়েছে। বর্তমানে তাদের কলাপাড়া থানায় পাঠানো হয়েছে। কোষ্টগার্ড সেখান থেকে তাদের ট্রলার সহ ভারত-বাংলাদেশের জলসীমানায় নিয়ে ভারতের কোষ্টগার্ডের তাছে হস্তান্তর করবেন।

এর আগে ১৫ অক্টোবর রাতে টহল চলাকালে বাংলাদেশর জলসীমানা থেকে দুটি ট্রলিং ট্রলার সহ ভারতীয় এসব জেলেদের আটক করে বানৌজা শহীদ আখতার উদ্দিন জাহাজে কর্তব্যরত নৌবাহিনীর সদস্যরা। এসময় ইলিশসহ বিভিন্ন প্রজাতির ৫০ মন সামুদ্রিক মাছ জব্দ করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের জেলা করাগারে পাঠানো হয়।

টিএ/

দেখুন: বেনাপোলে বিজিবির হাতে ‘মাদক সম্রাট’ বাদশা মল্লিক আটক

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন