গেল ৯ মে শুক্রবার লামা উপজেলা সদরের লাইনঝিরিতে অবস্থিত আবুল খায়ের টোব্যাকো কোম্পানী লিঃ এর অফিসে সশস্ত্র ডাকাতি সংঘটিত হয়। এই সময় সশস্ত্র ডাকাত দল অস্ত্রের মুখে হিসাব রক্ষকসহ অন্যদের জিম্মি করে ১ কোটি ৭২ লক্ষ ৭৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এঘটনায় পর জড়িতদের গ্রেফতার ও অর্থ উদ্ধারে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। প্রায় ৮ দিন অভিযানে পর ঘটনার জড়িত আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সাথে লুট হওয়ার ২১ লক্ষ টাকা ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
আজ শনিবার বিকাল চারটার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল করিমে স্বাক্ষরিত মাধ্যমে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
পুলিশ জানিয়েছে, গেল ৯ মে শুক্রবার রাত তিনটার দিকে লামা পৌরসভায় লাইনঝিরিতে অবস্থিত আবুল খায়ের টোব্যাকো কোম্পানী লিঃ এর অফিসে ১৫ হতে ২০ জন সশস্ত্র ডাকাতি করে ১ কোটি ৭২ লক্ষ ৭৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন শেষে একটি তদন্ত কমিটি টিম গঠন করে।
পুলিশ আরো জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে ২১ লক্ষ টাকা মাটি ভিতর থেকে উদ্ধার করা হয়। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত হাতুড়ি (হ্যামার) চাপাতি, ছুড়িসহ বোল্ট কাটার(তালা কাটার যন্ত্র) জব্দ করা হয়। তবে গ্রেফতারকৃতদের নাম ও পরিচয় জানা যায়নি।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল করিম জানান, ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতার ও লুন্ঠিত অবশিষ্ট টাকা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জেলা পুলিশ অপরাধ দমনে বদ্ধপরিকর এবং যেকোন অপরাধ দমন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সদা সচেষ্ট রয়েছে বলে জানান তিনি।
পড়ুন: কক্সবাজারে অপহৃত সিলেটের ৬ শ্রমিক পাহাড় থেকে উদ্ধার
দেখুন: দিন দিন বাড়ছে আওয়ামী লীগের মিছিল, কী হচ্ছে পর্দার আড়ালে
ইম/