24.7 C
Dhaka
সোমবার, এপ্রিল ২৮, ২০২৫

আটলান্টিকে নৌকা ডুবে ৫০ পাকিস্তানির মৃত্যু

অবৈধভাবে ইউরোপের পথে যাওয়ার সময় আটলান্টিক মহাসাগরে নৌকা ডুবে ৫০ পাকিস্তানি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। ৮৬ জন নিয়ে নৌকাটি পশ্চিম আফ্রিকার দেশ মৌরিতানিয়া থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। মরক্কোর কর্তৃপক্ষ ৩৬ জনকে উদ্ধার করেছে। নৌকাটি ১৩ দিন ধরে সমুদ্রে ভাসছিল। এক প্রতিবেদনে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে পাকিস্তানের পররাষ্ট্র দফতর জানায়, ৮০ জন যাত্রী নিয়ে নৌকাটি পশ্চিম সাহারার বিতর্কিত অঞ্চলের উপকূলে ডুবে যায়। রাবাতে পাকিস্তান দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে।

তাছাড়া পাকিস্তানের নাগরিকদের প্রয়োজনীয় সহায়তা দিতে দূতাবাসের একটি দল দাখলায় পাঠানো হয়েছে। ভুক্তভোগীদের পরিবারের অভিযোগ, তাদের স্বজনেরা নির্যাতনের কারণে মারা গেছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন