নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাগর হাসান (২৫) নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ইউনিয়ন সাধারণ সম্পাদককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় সকালে সরকারি সফর আলী কলেজের সাগরের সহপাঠীরা ও এলাকাবাসী থানা অবরোধ করে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার ভোরে পুলিশের একটি টীম কল্যান্দী এলাকা থেকে সাগর হাসানকে আটক করে থানায় নিয়ে আসে। সকালে ওই এলাকায় সাগরের আটকের খবর ছড়িয়ে পড়লে শত শত নারী পুরুষ মিছিল সহকারে থানা প্রাঙ্গনে জড়ো হয়ে থানা অবরোধ করে রাখে।
এলাকাবাসীর সাথে সরকারি সফর আলী কলেজের সাগরের সহপাঠীরা যোগ দেয়। শিক্ষার্থীরা সাগরের মুক্তির দাবীতে স্লোগান দিতে থাকে। পুলিশ নিরাপত্তার চিন্তা করে থানার কেচি গেইট বন্ধ করে দেয়। পরে থানার ওসি কেচিগেইটের ভিতর থেকে অবরোধকারীদের সাথে কথা বলার চেষ্টা করেন।
কয়েকজন নারী পুরুষ এসময় ওসি এনায়েত হোসেনের কাছে সাগরকে গ্রেপ্তারের কারণ জানতে চান। তার বিরুদ্ধে থানায় কোন মামলা আছে কিনা জানতে চাইলে কোন সদুত্তর দিতে পারেননি থানার ওসি। এক পর্যায়ে অবরোধকারীদের তোপের মুখে পড়ে ওসি থানার ভিতরে চলে যান।
ওসির সাথে সাধারণ শিক্ষার্থীদের তর্কবিতর্কের আরো একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। পরে স্থানীয় বিএনপির নেতার হস্তক্ষেপে অবরোধকারীরা থানা থেকে চলে যায়। তারপর পরিস্থিতি স্বাভাবিক হয়।
পড়ুন : নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে পুলিশ ১০ জনকে গ্রেফতার