27 C
Dhaka
রবিবার, মার্চ ১৬, ২০২৫

তরুণী পাইলটের আত্মহত্যার অভিযোগে প্রেমিক গ্রেপ্তার

এয়ার ইন্ডিয়ার সৃষ্টি তুলি নামের এক পাইলটের আত্মহত্যার অভিযোগে তার প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তরুণীর পরিবারের অভিযোগ, তুলির প্রেমিক আদিত্য পণ্ডিত (২৭) তাকে নানা ভাবে হেনস্থা করতেন। এমনকি, তরুণীকে নিরামিষ খাওয়া শুরু করতেও বাধ্য করেছিলেন।

আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়।

পুলিশ জানায়, আন্ধেরি শহরতলির মারোল এলাকার কানাকিয়া রেইনফরেস্ট ভবনে ভাড়া করা ফ্ল্যাট থেকে সোমবার সৃষ্টি তুলির ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। সেদিন তিনি ডাটা কেবলের সাহায্যে আত্মহত্যা করেছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। পরে তুলির পরিবারের অভিযোগের ভিত্তিতে তার প্রেমিক পণ্ডিতকে মঙ্গলবার আটক করা হয়।

পাওয়াই থানার এক কর্মকর্তা জানান, তুলির মামা অভিযোগ করেছেন, পণ্ডিত প্রায়ই তুলিকে হয়রানি ও জনসমক্ষে অপমান করতেন। তুলিকে তার খাদ্যাভ্যাস পরিবর্তন করে মাংসাহার বন্ধ করার জন্য পণ্ডিত চাপ দিতেন।

পুলিশ আরও জানায়, ঘটনার দিন পণ্ডিত দিল্লি যাওয়ার পথে ছিলেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, তুলি তাকে ফোন করে আত্মহননের হুমকি দেন। পণ্ডিত দ্রুত মুম্বাই ফিরে ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ পান। চাবি তৈরির কারিগরের সাহায্যে দরজা খুলে তিনি দেখেন, তুলি ডাটা কেবলে ঝুলছেন।

পরে তাকে সেভেনহিলস হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তুলিকে মৃত ঘোষণা করেন। 

পণ্ডিতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৮ ধারা (আত্মহত্যায় প্ররোচনা) অনুযায়ী মামলা করা হয়েছে এবং তাকে ২৯ নভেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ভারতের উত্তরপ্রদেশের বাসিন্দা হলেও কর্মসূত্রে থাকতেন মুম্বইতে। সেখানেই পণ্ডিতের সঙ্গে তার আলাপ হয়। দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

এনএ/

আরও পড়ুন: গাজীপুরে চিরকুট লিখে স্বামী-স্ত্রীর আত্মহত্যা
দেখুন: বন্ধ রয়েছে ভারতের ভিসা, কেনো?
বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন