১৩/০৬/২০২৫, ১২:৪৩ অপরাহ্ণ
35 C
Dhaka
১৩/০৬/২০২৫, ১২:৪৩ অপরাহ্ণ

আদালতকে নিয়ে মর্যাদাহানিকর মন্তব্যের জেরে সারজিসকে আইনি নোটিশ

সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্চ আদালতকে নিয়ে মর্যাদাহানিকর মন্তব্য করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে আদালত অবমাননার আইনি নোটিশ দেয়া হয়েছে।

জসিম উদ্দিন নামে ওই আইনজীবীর নোটিশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে লিখিত নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে।

এছাড়া প্রেস কনফারেন্স করে দুই ঘণ্টার মধ্যে দেশের জনগণের কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় আদালত অবমাননার মামলা করা হবে বলে জানানো হয়েছে।

নোটিশ পাঠানোর পর আইনজীবী জসিম উদ্দিন জানান, ডাকযোগের পাশাপাশি সারজিস আলমের হোয়াটসঅ্যাপ নম্বরেও নোটশটি পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের শপথ ইস্যুতে রিট খারিজের পর সারজিস তার ফেসবুক পোস্টে রায় নিয়ে একটি প্রতিক্রিয়া দেন। তিনি লিখেন, ‘মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি?’

পড়ুন: নির্বাচনের পাশাপাশি হাসিনার বিচারের রোডম্যাপ চাওয়ার জন্য বিএনপির প্রতি আহ্বান সারজিসের

দেখুন: পুলিশ সদস্যদের যে হুশিয়ারি দিলেন সারজিস আলম

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন