কুষ্টিয়ায় আদালতের এজলাস কক্ষ থেকে ধারালো ছুরিসহ জুম্মান খান(২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১টার দিকে বিচার কাজ শুরু হওয়ার আগে জুডিসিয়াল ম্যজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোর্ট পুলিশের এটিএসআই আনিসুর রহমান বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেছেন।
বিষয়টি নাগরিক টিভিকে নিশ্চিত করে কুষ্টিয়া আদালতের কোর্ট পুলিশের ইন্সপেক্টর মনোরঞ্জন মিস্ত্রী বলেন,ওই ব্যক্তির কাছ থেকে তেমন কোন তথ্য পাওয়া না গেলেও ধারণা করছি বড় ধরনের কোন অপরাধ ঘটানোর জন্য আগে থেকে এজলাস কক্ষে অবস্থান নিয়েছিল। গ্রেপ্তার হওয়া জুম্মান কুষ্টিয়া শহরের মিলপাড়া এলাকার একরাম খানের ছেলে। তার বিরুদ্ধেও তিনটা মামলা রয়েছে।
কোর্ট পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ১১টার দিকে কোর্ট পুলিশের সদস্যরা আসামী নিয়ে জুডিসিয়াল ম্যজিস্ট্রেট আদালতের ৫ম তলায় সদর কোর্টে হাজির হয়। আদালতের বিচার কাজ শুরু হওয়ার আগে এজলাস কক্ষে আগে থেকে বসে থাকা সবাইকে বাইরে বের হয়ে যেতে বলা হয়। এ সময় সবাই বের হয়ে গেলেও জুম্মান খান বসেই থাকে। তার কথাবার্তা ও আচরণভঙ্গি সন্দেহ হলে কোর্ট পুলিশের সদস্যরা দেহ তল্লাশী করে প্যান্টের পেছনের পকেট থেকে ১৩ ইঞ্চি লম্বা একটি সুইচ গিয়ারের ছুরি উদ্ধার করে।পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, এজলাস কক্ষের ভেতর ধারালো ছুরি রাখার অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। কোর্ট পুলিশের এটিএসআই মামলাটি দায়ের করেন। আসামীকে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

