আলবেনিয়ার উত্তারাঞ্চলের একটি ক্যাম্প থেকে অভিবাসনপ্রত্যাশীদের ইতালিতে ফেরত আনার নির্দেশ দিয়েছেন রোমের একটি আদালত। নিজ দেশে ফেরত পাঠাতে যে ১২ জন অভিবাসনপ্রত্যাশীকে উত্তরাঞ্চলের একটি ক্যাম্পে পাঠানো হয়েছিল, তাদের মধ্যে ১০ জন বাংলাদেশি ও দুজন মিসরের।
আজ শনিবার (১৯ অক্টোবর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রতিবেদনে বলা হয়, রোমের একটি আদালত আলবেনিয়ায় পাঠানো অভিবাসনপ্রত্যাশীদের ফেরত আনার নির্দেশ দিয়েছেন। ফলে অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর লক্ষ্যে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির করা পাঁচ বছরের চুক্তি শুরুতেই বড় হুমকির মুখে পড়েছে।
রোমের একটি আদালত জানিয়েছে, এসব অভিবাসনপ্রত্যাশীদের ইতালিতে ফিরিয়ে আনা উচিত। কেননা তারা এমন দেশ থেকে এসেছেন যেখানে তাদের ফেরা নিরাপদ নয়।
ইতালির সরকার জানিয়েছে, তারা আদালতের রায়কে চ্যালেঞ্জ করবেন। কেননা কোন দেশ নিরাপদ তা আদালতের বলার বিষয় নয়। এটি সরকারের বিষয়। এ নিয়ে সোমবার তিনি মন্ত্রিসভার বৈঠকও ডেকেছেন।
প্রসঙ্গত, আলবেনিয়া সরকারের সঙ্গে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে একটি চুক্তি করেছে ইতালি। চুক্তি অনুযায়ী, অভিবাসনপ্রত্যাশীদের আবেদন যাচাই–বাছাইয়ের প্রক্রিয়া চলাকালীন তাদের আলবেনিয়ায় রাখা হবে। দেশটিতে প্রতিবছর নিরাপদ দেশগুলো থেকে আসা সর্বোচ্চ ৩৬ হাজার অভিবাসনপ্রত্যাশীকে পাঠানো যাবে।