২১/০৬/২০২৫, ২৩:০৯ অপরাহ্ণ
28 C
Dhaka
২১/০৬/২০২৫, ২৩:০৯ অপরাহ্ণ

কমেছে আদা-রসুন-পেঁয়াজর দাম, মসলা ‘সহনীয়’

কোরবানির ঈদকে সামনে রেখে কিছুটা চড়া মশলার বাজার। তবে স্বস্তি ফিরেছে পেয়াজ, রসুন, আদা আর সবজির দামে। পর্যাপ্ত সরবরাহে স্থিতিশীল রয়েছে চাল, ডাল, মাছ ও মুরগির দামও।

কোরবানির ঈদ ঘিরে বাজারে বাড়তি চাপ, তবুও বেশিরভাগ নিত্যপণ্যের দামে রয়েছে স্বস্তি। মসলার দাম কিছুটা চড়া থাকলেও পেয়াজ, রসুন, আদার দামে গত সপ্তাহের তুলনায় এসেছে উল্লেখযোগ্য পতন।

রাজধানীর বিভিন্ন বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজিতে, আদা ১১৫-১২০ টাকায় এবং রসুন ১২০ টাকায়। অপরিবর্তিত আছে জিরা, শুকনা মরিচ ও হলুদের দাম।

ঈদ সামনে রেখে সবচেয়ে বেশি চাহিদা দারুচিনি, এলাচ ও লবঙ্গের। গত দুই সপ্তাহে এই পণ্যের দাম কিছুটা বাড়লেও তা সহনীয় পর্যায়েই আছে বলে দাবি বিক্রেতাদের।

সবজির বাজারেও রয়েছে স্বস্তি। দাম কমেছে পেঁপে, বরবটি, করলা, শসা ও মিষ্টি কুমড়ার মতো পণ্যের।

তবে ডিমের দাম সপ্তাহ ব্যবধানে কিছুটা বেড়েছে। মুরগির দাম রয়েছে স্থিতিশীল।

চাহিদার সময়েও কিছু নিত্যপণ্যের দাম সহনীয় রাখা বাজার ব্যবস্থাপনার সফলতা হলেও, দীর্ঘমেয়াদে এর ধারাবাহিকতা চায় সাধারণ মানুষ।

এনএ/

দেখুন: শেরপুরে বাণিজ্যিকভাবে বস্তায় আদা চাষ

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন