১৯/০৬/২০২৫, ০:৪৮ পূর্বাহ্ণ
26.3 C
Dhaka
১৯/০৬/২০২৫, ০:৪৮ পূর্বাহ্ণ

আনচেলত্তিকে নিয়োগ, পদচ্যুত ব্রাজিলের ফুটবল প্রধান

ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) সহ-সভাপতি ফার্নান্দো সার্নেকে অন্তর্বর্তীকালীন সভাপতি করে দ্রুত সময়ের মধ্যে সিবিএফের নতুন নির্বাচনের আদেশ দিয়েছেন। একইসঙ্গে সভাপতি এডনালদো রদ্রিগেজকে পদচ্যুত করেছেন। যদিও রদ্রিগেজ তার পদ ফিরে পেতে আপিল করেছেন দেশটির সুপ্রিম কোর্টে।

গতকাল (বৃহস্পতিবার) এক আদেশে রদ্রিগেজকে তার দায়িত্ব থেকে অপসারণের কথা জানান রিও ডি জেনেইরোর প্রাদেশিক আদালত। সিবিএফের এই সভাপতিকে এমন সময়ে সরিয়ে দেওয়া হলো, যার মাত্র তিনদিন আগে তিনি জাতীয় দলের নতুন কোচ কার্লো আনচেলত্তিকে নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। ইতোমধ্যে উভয়পক্ষ ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছে।

গত মার্চে এডনালদো রদ্রিগেজ পুনঃনির্বাচিত হয়ে ২০৩০ সাল পর্যন্ত ব্রাজিল ফুটবলের প্রধান পদে আসীন হয়েছিলেন। কিন্তু বিচারক গ্যাব্রিয়েল ডি ওলিভিয়েরা জেফিরো’স তার জায়গায় সাময়িক সময়ের জন্য বসিয়েছেন সহ-সভাপতি সার্নেকে। এর আগে তিনিই মূলত স্বাক্ষর জালিয়াতির অভিযোগে এডনালদোকে সরিয়ে দেওয়ার আবেদন জানিয়েছিলেন আদালতে। যে চুক্তির ভিত্তিতে সিবিএফের বর্তমান কমিটি নতুন দায়িত্ব গ্রহণ করে। সেই আবেদনে পরই আদালতের রায় পক্ষে পেলেন ব্রাজিলিয়ান ক্রীড়া সংগঠক ফার্নান্দো সার্নে।

আদালতের আদেশে সাময়িক সময়ের জন্য ব্রাজিল ফুটবলের প্রধান হওয়া সার্নে এক বিবৃতিতে জানিয়েছেন, তিনি নতুন নির্বাচন আয়োজনের কাজ শুরু করতে যাচ্ছেন। সিবিএফের সকার কমিটিতে দীর্ঘ সময় ধরেই সহ-সভাপতি পদে আছেন সার্নে। নতুন করে সভাপতি পদে দায়িত্ব পেলেও সব ধরনের ক্রীড়া কার্যক্রম ও চুক্তি বহাল থাকবে বলে তিনি জানিয়েছেন। এ ছাড়া ইতোমধ্যেই আনচেলত্তির চুক্তি বৈধ বলে নিশ্চিত করেছে সিবিএফ। যাতে সম্মতি দিয়েছে কোচ এবং সিবিএফ উভয়পক্ষ। সার্নে গ্লোবো টিভিকে জানিয়েছেন, তিনি আনচেলত্তির সঙ্গে ব্রাজিলের চুক্তির বিষয়ে স্পর্শ করবেন না।

সিবিএফের অন্তর্বর্তীকালীন সভাপতি সার্নে আরও জানান, সকার তার গতিতেই চলবে, আমি বরং ক্ষণস্থায়ী (দায়িত্বে আছি)। আমার লক্ষ্য যত দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের আয়োজন করা। আমাদের বিষয়টি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে, আদালতে আর কোনো লড়াই দেখতে চাই না। এ নিয়ে আদালতের আদেশে দ্বিতীয়বার সিবিএফ সভাপতির দায়িত্ব থেকে অপসৃত হলেন রদ্রিগেজ। ২০২৩ সালের ডিসেম্বরেও একই পরিস্থিতি তৈরি হয়েছিল। ওই সময়ও তিনি জাতীয় দলের দায়িত্বে আনচেলত্তিকে আনা নিয়ে তোড়জোড় চালাচ্ছিলেন। পরে সুপ্রিম কোর্ট সেই আদেশ প্রত্যাহার করে নেন

পড়ুন: ইতিহাস সৃষ্টি করে ব্রাজিলের কোচ হচ্ছেন কার্লো আনচেলত্তি

দেখুন: ৬০ বছর পর ব্রাজিলের বিদেশি কোচ কার্লো আনচেলত্তি 

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন