16 C
Dhaka
সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫

আনার হত্যা: সিয়ামকে নিয়ে বাগজোলা খালে তল্লাশি, হাড় উদ্ধার

এমপি আনার হত্যার আসামি সিয়াম হোসেনকে নিয়ে বাগজোলা খালে তল্লাশি শুরু করেছে কলকাতা পুলিশ। অভিযানের শুরুতেই সেখানে সিয়ামের দেখিয়ে দেওয়া স্থানে পাওয়া গেছে একাধিক হাড়গোড়। নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক বিভাগ।

চিকিৎসার জন্য ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে গিয়ে খুন হয়েছেন সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। তার লাশ এখনও উদ্ধার করা যায়নি। তবে নিরলস তল্লাশির পর এবার কলকাতার একটি খাল থেকে কিছু হাড়গোড় উদ্ধার করা হয়েছে।

আসামি সিয়ামকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাগজোলা খাল থেকে এসব হাড়গোড় উদ্ধার করা হয়। তবে এসব হাড় নিহত আনারের কিনা তা এখনও নিশ্চিত নয়।

সিয়ামের দেখানো স্থানে ডুবুরি নামিয়ে তল্লাশি চালানোর পর হাড় উদ্ধার করা হয়। সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরীর কর্মকর্তারাও নমুনা সংগ্রহ করেছেন।  

সংসদ সদস্য খুনের ঘটনায় ইতিমধ্যে পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার হয়েছেন দুই বাংলাদেশি তাদের একজন সিয়াম অন্যজন জিহাদ হাওলাদার।

শুক্রবার সিয়ামকে গ্রেপ্তার করা হয়। বাংলাদেশের গণমাধ্যমে তাকে নেপাল থেকে গ্রেপ্তারের কথা বললেও সিআইডি জানিয়েছে তাকে বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ থেকে গ্রেপ্তার করা হয়। সিয়াম বর্তমানে ১৪ দিনের সিআইডি হেফাজতে রয়েছে। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন