প্রয়াত আনিসুল হক ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র এবং নগর জীবনে এক অনন্য ব্যক্তিত্ব। দায়িত্ব পালন করেছিলেন মাত্র দুই বছর। কিন্তু এই স্বল্প সময়েই ঢাকার ৪০০ বছরের পুরনো নগরীকে নতুন আলোয় আলোকিত করেছিলেন তিনি। মৃত্যুর ছয় বছর পরও তার অবদান আজও ঢাকাবাসীর হৃদয়ে অম্লান।
নানা শ্রেণি-পেশার মানুষের অনুভূতিতে উঠে এসেছে তার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার কথা। সমাজকর্মী এবং নাট্যকর্মী আসমা আক্তার লিজা বলেন, তিনি ছিলেন একজন মানবিক মানুষ এবং সৃষ্টিশীল নেতা। তার মতো স্বপ্নবাজ নাগরিক পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার।
আনিসুল হক প্রসঙ্গে স্মৃতিচারণ করে লিজা আরও বলেন, মেয়র আনিস ভাইকে আমি প্রথম কাছ থেকে দেখেছিলাম ছায়ানটের এক অনুষ্ঠানে। ধবধবে সাদা পাঞ্জাবি পরা একজন মানুষ কিভাবে ভালোবাসার বাণী ছড়িয়ে দিচ্ছিলেন সবার মাঝে। মুগ্ধ হয়ে দেখছিলাম। আর শেষ দেখা হয়েছিলো লন্ডনে তার জানাযায়। সেদিন মেয়রের স্ত্রী রুবানা হক বলছিলেন,”দেখো আমার সাহেব ঘুমিয়ে আছে কেমন করে।”

আনিসুল হকের দেখানো পথ
আনিসুল হক ঢাকার নগর ব্যবস্থাপনায় এনেছিলেন নতুনত্ব। ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, খোলা স্থান পুনরুদ্ধার এবং সামাজিক সমস্যা সমাধানে তার কাজ আজও দৃষ্টান্ত হয়ে রয়েছে। নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বলেন, তার উদ্ভাবনী পরিকল্পনাগুলো নগর উন্নয়নের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তিনি নগর পরিকল্পনাবিদ না হলেও নগরকে নিয়ে ভাবার এক অন্তর্দৃষ্টি ছিলো তার। শহরের সবার জন্য বসবাস উপযোগী একটা শহর গড়তে তিনি ছিলেন জিরো টলারেন্স।
আনিসুল হকের হঠাৎ প্রস্থান নগরবাসীকে অভিভাবকহীন করে দেয়। বিটিভি উপস্থাপক মাহমুদুর রহমান বলেন, “তিনি সব ক্ষেত্রেই দূরদর্শী একজন মানুষ ছিলেন। আনিসুল হক উপস্থাপনায় নতুনত্ব দেখিয়েছেন। সাক্ষাৎকার নেয়ার সময় নতুন দিক উন্মোচন করেছেন। আমরা দেখেছি মেয়র হওয়ার পর সাহসিকতার সাথে কিছু সিদ্ধান্ত নিয়েছেন যা মানুষ কল্পনাও করতে পারেনি। তার দারুণ সব পরিকল্পনার মাধ্যমে আমরা ঢাকা নিয়ে নতুন স্বপ্ন দেখছিলাম। কিন্তু তার প্রস্থান সেই স্বপ্নের পথে বড় বাঁধা হয়ে দাঁড়িয়েছে।”

আনিসুল হকের জীবন উদ্যম ও মানবিকতায় ভরপুর ছিল। তার মৃত্যু পুরো দেশকেই শোকাহত করেছিল। রাজধানীর তেজগাঁও এলাকার এক চা বিক্রেতা বলেন, আনিসুল হক মানুষ হিসেবে খুব ভালো ছিলন। তার মতো নেতা আমরা আর পাবো না। তবে আমরা তাকে হারালেও তার কাজ আমাদের মাঝে আজও বেঁচে আছে।
দেখুন: সবুর খানের স্মৃতিতে আনিসুল হক
আজও আনিসুল হকের স্মৃতি ঢাকার প্রতিটি কোণে জ্বলজ্বল করে। তার আদর্শ নতুন প্রজন্মের জন্য প্রেরণার বাতিঘর হয়ে থাকবে। তার দেখানো পথই হতে পারে আগামী দিনের আলোকবর্তিকা।
আজী/