24.7 C
Dhaka
সোমবার, এপ্রিল ২৮, ২০২৫

আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের পূর্বাভাসে ঈদের চাঁদ ২৯ রমজানে দেখা যাবে না

আগামী ২৯ মার্চ বিশ্বের কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র। সংস্থাটি জানায়, জানিয়েছে, আগামী ২৯ মার্চ (২৯ রমজানে) আরব ও ইসলামিক বিশ্বে শাওয়াল মাসের চাঁদ দেখতে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ ওইদিন সূর্যাস্তের আগে চাঁদ অস্ত যাবে এবং চাঁদ সূর্যের সংযোগ ঘটবে সূর্যাস্তের পর। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

সংস্থাটি জানায়, আকাশের যে অবস্থা এখন পরিলক্ষিত হচ্ছে, সে অনুযায়ী খালি চোখ বা টেলিস্কোপ কোনোভাবেই ২৯ মার্চ চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই। ফলে এবার ৩০টি রোজা হবে এবং ৩১ মার্চ আরব বিশ্বে ঈদ উদযাপিত হবে।

সেক্ষেত্রে একদিন পর বাংলাদেশে ১ এপ্রিল ঈদ হওয়ার সম্ভাবনাই বেশি।

সংস্থাটি তাদের প্রতিবেদনে বলেছে, বিশ্বের বেশিরভাগ দেশ শনিবার, ২৯ মার্চ, ২০২৫-এ শাওয়াল মাসের (ঈদ-উল-ফিতর ১৪৪৬) হিজরি সনের অর্ধচন্দ্র দেখার প্রস্তুতি নেবে। তবে ওইদিন পৃথিবীর পূর্বাঞ্চল থেকে অর্ধচন্দ্র দেখা যাবে না। এ ছাড়া খালি চোখ, টেলিস্কোপ এবং জ্যোতির্বৈজ্ঞানিক ইমেজিং প্রযুক্তিসহ সমস্ত পর্যবেক্ষণ পদ্ধতি ব্যবহার করে আরব ও ইসলামি বিশ্বের কোনো দেশ থেকে চাঁদ দেখা সম্ভব হবে না।

পড়ুন : ৩ এপ্রিল ছুটি ঘোষণা, ঈদে মিলছে ৯ দিনের সরকারি ছুটি

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন