১৩/০৬/২০২৫, ১৩:৫২ অপরাহ্ণ
35 C
Dhaka
১৩/০৬/২০২৫, ১৩:৫২ অপরাহ্ণ

জুলাই আন্দোলনে আহতদের তালিকা থেকে ছাত্রলীগকর্মীর নাম বাদ দেয়ার দাবিতে মানববন্ধন

নেত্রকোনার বারহাট্টায় জুলাই আন্দোলনে আহতদের তালিকা থেকে ছাত্রলীগের কর্মীর নাম বাদ দেওয়ার জন্য মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১২ মে) বারহাট্টা উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলাম, বারহাট্টা সরকারি কলেজ শাখার ছাত্রদল আহবায়ক আব্দুল আল মামুন, সদস্য সচিব মুন্নাসহ বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার আসমা ইউনিয়নের সক্রিয় ছাত্রলীগের কর্মী নুরুল আমিন। সে গত ৪ আগস্ট ছাত্রলীগের পক্ষ থেকে ছাত্র জনতার উপর সশস্ত্র হামলা চালায়। ছাত্র জনতার উপর হামলা চালানোর সময় সে সামান্য আহত হয়। চিকিৎসার জন্য সে হাসপাতালে ভর্তি  হয়। গত ৫ আগস্টের পর স্বৈরাচারী শাসনের অবসান হলে সারা দেশ থেকে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের তালিকা হয়। সেই তালিকায় ভুলক্রমে ছাত্রলীগের কর্মী নুরুল আমিনের নাম তালিকায় চলে আসে।

বিষয়টি নিয়ে বারহাট্টা উপজেলার ছাত্রদলের যুগ্ন আহবায়ক ও বৈষম্যবিরোধী আন্দোলনের প্রথম সারির ছাত্রনেতা সাইমুন আরেফিন অঙ্গন উপজেলা প্রশাসন বরাবর লিখিত অভিযোগ দেয়। লিখিত অভিযোগের পরও নুরুল আমিনের নামে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতের সহযোগিতার চেক চলে আসে। তাই বক্তারা চান বিষয়টি সম্পর্কে যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেওয়ার।

বিষয়টি সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খবিরুল আহসান জানান, আমরা লিখিত অভিযোগ পেয়ে তদন্ত করে বৈষম্য বিরোধী আন্দোলনের উপকার ভোগীর তালিকা থেকে নুরুল আমিনকে বাদ দেওয়ার জন্য প্রতিবেদন পাঠাই। কিন্তুু তারপরও নুরুল আমিনের নামে আহতদের সহযোগিতার চেক চলো আসে। তবে চেকটি হস্তান্তর করা হয়নি। চেকটি ফেরত পাঠানো হবে।

এনএ/

দেখুন: ছাত্র আন্দোলনে ফের উত্তপ্ত বরিশাল

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন