ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারম সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই বলেছেন, আন্দোলন করেছি আমরা, আন্দোলন করেছে সাধারন মানুষ, শ্রমিক, কামার -কুমার, জেলে, চাষিরা আর ক্ষমতায় যাবেন আপনারা। আবারও লুটপট করবেন, চাঁদাবাজি করবেন, জুলুমবাজি করবেন, ধর্ষন করবেন, অত্যাচার করবেন, অবিচার করবেন বাংলাদেশের মানুষ এটা সহ্য করবেনা। এবার চাঁদাবজি, জুলুমবাজি, ধর্ষনকারীর বিরুদ্ধে লড়বো আমরা ইনশাল্লাহ।
বুধবার (১ অক্টবর) বিকাল ৩টায় পটুয়াখালী শহীদ মিনার চত্বর ঝাউতলায় জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, গণহত্যার বিচার দৃশ্যমান করা ও বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাবেদার ও ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের বিচার এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করার দাবীতে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এসব অন্যায়, অত্যাচার ও জুলুমবাজের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলবে, আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে থাকবেনা লুটপট, চাঁদাবাজি, জুলুমবাজি অত্যাচার –অবিচার, কোন রানীকে ধর্ষনের স্বীকার হতে হবেনা। এর জন্য নেতা নয় নীতির পরিবর্তন চাই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম।
গনসমাবেশে সভপত্বি করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার উপদেষ্টা ও পটুয়াখালী-১ আসেনর মনোনিত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল হাসান বুখারী।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সভাপতি হাওলাদার মোহাম্মাদ সেলিম মিয়া, সাধারন সম্পাদক মাস্টার মোহাম্মাদ আব্দুল হাকীম, এবি পার্টির ডাঃ ওহাব মিনার সহ জেলা, উপজেলা, পৌর ও অন্যান্য শাখা সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পড়ুন :পটুয়াখালীর রাঙ্গাবালীতে ইউনিয়ন পরিষদ ভাংচুরের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল


