আফগানিস্তানে ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৩৯ জনে পৌঁছেছে। দেশটির তিনটি প্রদেশে এই প্রাণহানির ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এএফপি এবং গালফ টুডে পৃথক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের তিনটি প্রদেশে সাম্প্রতিক ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা আরও ১০ জনে বেড়ে ৩৯ জনে পৌঁছেছে বলে বুধবার জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা।
গত মঙ্গলবার ফারাহ প্রদেশে আকস্মিক বন্যার কারণে ২১ জন প্রাণ হারিয়েছেন এবং শিলাবৃষ্টিতে বাড়ি ধসে পড়ার পর আরও তিনজন মারা গেছেন।
কর্মকর্তারা বলেছেন, ভারী বৃষ্টিপাতের ফলে বন্যাকবলিত ফারাহসহ বেশ কয়েকটি প্রদেশে দীর্ঘমেয়াদী খরার পরিস্থিতির উন্নতি হতে পারে।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র আবদুল্লাহ জান সায়েক জানিয়েছেন, বেশিরভাগ প্রদেশে অবিরাম বৃষ্টি ও তুষারপাত হচ্ছে, যা খরা কমিয়ে দিয়েছে। এটি পানির পরিকাঠামোকে সমৃদ্ধ করবে। কৃষি আরও উন্নত হবে এবং পশুসম্পদের ওপরও ইতিবাচক প্রভাব ফেলবে।
এনএ/